স্ত্রী বা পুরুষ যে কোন রোগে আপনাকে অবশ্যই হারবাল ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। মহিলাদের সাদাস্রাব যাওয়ার কয়েকটি কারণ সম্বন্ধে আলোকপাত করতে চাই। সাদাস্রাব যাওয়ার একটি প্রধান কারণ হলো ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হওয়া। এই ইনফেকশনে মাসিকের রাস্তা হতে দধির মতো স্রাব হয়। এতে বেশ চুলকানি হয়। আজকাল একটি মাত্র ছত্রাক ধ্বংসকারী হারবাল চিকিৎসা নিলেই এর থেকে খুব সহজেই নিষ্কৃতি পাওয়া যায়।
জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া, কোন এ্যান্টিবায়োটিক খাওয়া ইত্যাদি কারণে এই ইনফেকশনের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। কোন মহিলার বারে বারে ছত্রাক সংক্রমণ হলে, রোগীর ডায়াবেটিস আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। সাদাস্রাবের আর একটি কারণ হলো ট্রাইকোমনিয়াসিস। এটা এক ধরনের প্রটোজোয়া দ্বারা হয়ে থাকে। এর চিকিৎসায় স্বামী ও স্ত্রী দুইজনকেই হারবাল ওষুধ খেতে হয়। ট্রাইকোমনিয়াসিসেও চুলকানি হয়। এতে স্রাবটা থাকে সর্দির সময় নাকের শ্লেষ্মার মতো।
মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনি যখন মেনোপজ অতিক্রম করবেন তারপর সাদাস্রাব হলে অবশ্যই হারবাল চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এই সময়ে স্রাব হওয়া অনেক সময় ক্যান্সার-এর একটি উপসর্গ হতে পারে। দুঃখের বিষয় এই যে, আমাদের অনেক মাই মাসিক বন্ধ হওয়ার পর সাদাস্রাব নিয়ে হারবাল চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। গ্রাম্য চিকিৎসকরা এটাকে শ্বেতপ্রদর, লোহিত প্রদর ইত্যাদি নাম দিয়ে ব্যর্থ চিকিৎসার চেষ্টা করছে, এর ফলে জরায়ুর ভিতরের ও জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে বিলম্ব হয়। তখন এই সকল মহিলা চিকিৎসার জন্য হারবাল ডাক্তারের শরণাপন্ন হয়। তখন অনেক দেরি হয়ে যায়। ফলে এই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অপারেশনও করা যায় না। আর আমরা জানি যে, ক্যান্সারের সবচেয়ে ভাল চিকিৎসা হলো এই রোগ ছড়িয়ে পড়ার পূর্বে তার উপযুক্ত হারবাল চিকিৎসা দেয়া। ফলে এই সকল রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হলে তাঁদের বেঁচে থাকার আশাও তিরোহিত হয়ে যায়।
হারবাল চিকিৎসক কি করবেনঃ
অনিয়মিত মাসিকের রোগীদের গত ৬ মাসের মাসিকের ক্যালেন্ডার রাখতে বলা হয়। কি ধরনের মাসিকের সমস্যা তা ক্যালেন্ডার দেখলে বোঝা যায়। এছাড়া হারবাল চিকিৎসক রোগীর হিস্ট্রি, শারীরিক অবস্থা দেখে জরায়ু ও তার আশপাশে কোন সমস্যা আছে কিনা তা নির্ণয় করবেন।
কলিকাতা হারবাল আমাদের দেশের সুচিকিৎসায় অন্যতম শ্রেষ্ঠ এবং নির্ভরযোগ্য হারবাল চিকিৎসালয়। কলিকাতা হারবালের রয়েছে সকল প্রকার অত্যাধুনিক হারবাল সরঞ্জাম। যা দিয়ে মূলত উন্নত দেশের হারবাল চিকিৎসা করা হয়। কলিকাতা হারবালের আরো রয়েছে সকল রোগের আলাদা আলাদা বিশেষজ্ঞগন। যারা সার্বক্ষনিক গবেষনা ও শতভাগ কার্যকরী ওষুধ তৈরী করছেন মানব কল্যানের জন্যে। হারবাল বা ভেষজ ওষুধ প্রত্যেকটি মানুষের জন্যে আশির্বাদ। তাই স্ত্রীরোগ নিরাময়ে কলিকাতা হারবালের হারবাল ওষুধ সেবন করে রোগমুক্ত থাকুন সর্বদা।