অর্শরোগ বা পাইলস (হেমোরয়েড) খুব পরিচিত একটি শারীরিক সমস্যা। সমীক্ষা বলছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় ৭৫% মানুষ এই রোগে আক্রান্ত। বিশেষত, ৪৫ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে এই রোগের প্রভাব বেশি দেখা যায়। তবে বর্তমানে এই রোগ আর কোনও নির্দিষ্ট বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠা, জ্বালা করা ইত্যাদি অর্শ্বরোগের সাধারণ উপসর্গ।
পায়ূপথে ব্যথা/যন্ত্রণা, পায়ূপথে রক্তস্রাব/ফাটল, তীব্র কোষ্ঠকাঠিন্য, পায়ূপথে মাংস বের হওয়া, পায়ূপথ ফুলে যাওয়া সমস্যায় কলিকাতা হারবাল নাম্বারঃ 01763663333
বিজ্ঞান ও বাস্তব সম্মত চিকিৎসা বিধান আয়ুর্বেদিক হারবাল চিকিৎসায় রয়েছে এর সুন্দর ও স্বাস্থ্য সম্মত চিকিৎসা। যা কোন অপারেশনের প্রয়োজন হয়না। আমার চিকিৎসা জীবনে দেখেছি অনেকেই অপারেশন করেছে কিন্তু কিছুদিন পর আবার দেখা দিয়েছে। আবার অনেকের দেখেছি জটিল আকার ধারণ করতে। তাই বলব একটু চোখ কান খোলা রেখে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক হারবাল চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকবেন। পাইলস হলে চিকিৎসার প্রয়োজন হয় তাই আপনি দেড়ি না করে যোগাযোগ করুন কলিকাতা হারবাল।