সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায়, যেসব রোগ একজন থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়া শুধু মানুষ থেকে মানুষ নয়, পশু পাখি থেকে মানুষে, পশু পাখি থেকে পশু পাখির মাঝে, কিংবা মানুষ থেকে পশু পাখির মাঝে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে সংক্রামক রোগ এর প্রকোপ আনেকাংশে কমে এসেছে। বরং অসংক্রামক জীবন ঘাতী রোগ মহামারী আকারে দেখা দিচ্ছে।
সংক্রামক রোগ ছড়ানোর মাধ্যম:
১। স্পর্শ : বেশ কিছু রোগ এভাবে ছড়ায়। যেমন স্কেবিস, ছত্রাক জনিত চর্ম রোগ।
২। যৌন সংস্পর্শ: এইডস, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস (বি, সি), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন যেটি জরায়ুমুুখ ক্যান্সারের অন্যতম কারণ, লিমফো গ্রানুলোমা ভেনেরিয়াম, শ্যাাংক্রয়েড।
৩। খাদ্য ও পানীয় : টাইফয়েড, পোলিও মায়েলাইটিস, হেপাটাইটিস (এ, ডি), কলেরা, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন কৃমি সংক্রমণ।
৪। বায়ু বাহিত: যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, মেনিনজাইটিস, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ব্রংকিওলাইটিস, মাম্পস, রুবেলা, বসন্ত , হাম, করোনা ভাইরাস রোগ।
৫। ভেক্টর বাহিত: মশা: ডেঙ্গি, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস। মাছি : উদরাময়, আমাশয়, ক্রিমি সংক্রমণ, কালাজ্বর, চ্যাগাস ডিজিস, স্লিপিং সিকনেস, চোখের কৃমি (deer fly) ।
আরো পড়ুন – নারীর স্বাস্থ্য নিয়ে পরার্মশ
আরো পড়ুন – পুরুষের স্বাস্থ্য সমস্যা
মানবজীবনে রোগব্যাধি অনেক বড় একটি সমস্যার নাম সেটা আমরা সকলেই জানি। যিনি আসলে রোগ ব্যাধিতে আক্রান্ত তিনিই আসলে সব চেয়ে ভাল বুঝবেন যে সুস্থ থাকাটা কতটা আনন্দের। আর এই রোগ ব্যাধিতে আক্রান্তদের জন্যে কলিকাতা হারবাল দুই দশক ধরে অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে সেরা সমাধান দিয়ে আসছেন। কলিকাতা হারবালের কাছে আছে দেশের শ্রেষ্ঠ হারবাল বিশেষজ্ঞ দল। যারা আপনাকে নির্ভূল এবং দক্ষভাবে আপনার সমস্যাটির শ্রেষ্ঠ সমাধান সবচেয়ে কম সময়ের মধ্যে বের করে দিবেন যা শুধুমাত্র কলিকাতা হারবাল এর পক্ষেই সম্ভব। রোগ ব্যাধি কে ভেষজ উপায়ে দূরে সরিয়ে আনন্দে বাঁচুন।