স্বাস্থ্য বিষয়

আসসালামু আলাইকুম কলিকাতা হারবাল এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান
 

ইউরিনে হিমাচুরিয়া পরিচিত একটি সমস্যা

হঠাৎ ইউরিনে রক্ত। কী হবে এখন? ইউরিনের সঙ্গে রক্ত পড়াকে আমরা হিমাচুরিয়া বলি। এ রকম যখন তখন সবারই হতে পারে। হিমাচুরিয়ায় ইউরিনের রং কখনও হালকা লাল কখনও বা গাঢ় লাল হতে পারে।

শৈশব থেকে বার্ধক্য যে কোনও বয়সে, যে কোনও সময়ে এটা হতে পারে। নারী কিংবা পুরুষ উভয়েরই এই সমস্যা হয়। সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষেরই এই সমস্যাটা বেশি।

ইউরিনে রক্ত বা হিমাচুরিয়ার কারণ তিনটিঃ 

  • প্রথমত, মূত্রতন্ত্রের সংক্রমণ
  • দ্বিতীয়ত, কিডনিতে পাথর
  • তৃতীয়ত, ক্যানসার।

প্রথমত, যারা সদ্য বিবাহিত জীবন শুরু করেছেন। আর দ্বিতীয়ত, যাদের মেনোপজ হয়ে গেছে। পুরুষদের হিমাচুরিয়া হয় প্রস্টেট গ্রন্থির জন্য। নানা কারণে কিডনি স্টোন হতে পারে। এই স্টোন থেকে দু’ ভাবে হিমাচুরিয়া হতে পারে। ঘষা লেগে কিংবা সংক্রমণ হওয়ার কারণে।

কলিকাতা হারবাল। এটি একটি অত্যাধুনিক ইউনানী আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এখানে পুরুষ এবং মহিলাদের যাবতীয় সব ধরনের রোগের চিকিৎসা করা হয়। যোগাযোগের ঠিকানা হলো: মোহাম্মদপুর বিআরটিসি বাস স্টান্ড, আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

ফোন করুন এই নাম্বারে: 01971198888 যাদের যখন প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সব সমস্যাগুলো আমাকে বিস্তারিত খুলে বলবেন আমি আল্লাহর রহমতে আপনাদের কে সুচিকিৎসার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। হটলাইন নাম্বার: 01763663333

Leave a comment