আসসালামু আলাইকুম। কলিকাতা হারবাল এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান।
লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহত অঙ্গ। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। লিভার রোগের লক্ষণ ও প্রতিরোধে করণীয়। লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউজ যা জীবন ধারনের জন্য অপরিহার্য। লিভার রোগের লক্ষণ ও প্রতিরোধে করণীয়। তাই লিভারের অসুস্থতার ফলাফল ক্ষেত্র বিশেষে হতে পারে ব্যাপক ও ভয়াবহ।
লিভার রোগের লক্ষণগুলো জেনে নিন
১) বারবার বমি হওয়া।
২) ফেকাসে পায়খানা।
৩) খাওয়ার পর মুখে তেতো ভাব।
৪) পিত্তে সমস্যা।
লিভারের সমস্যা আল্ট্রাসাউন্ড, লিভার ফাংশন টেষ্ট, SGPT, SGOT ইত্যদি দিয়ে ধরা যায়। আপনার লক্ষন অনুযায়ী ডাক্তার আপনাকে টেস্ট দিবেন।
লিভার রোগ প্রতিরোধে আপনার করণীয়
১) হেপাটাইটিস বি এর টীকা নিন।
২) ঝুঁকিপুর্ন যৌনতা, একই সুঁই বা সিরিন্জ বহুজনের ব্যবহার পরিহার করুন,নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও ডিজপজেবল সুঁই ব্যবহার করুন।
৩) ব্লেড, রেজার কিংবা ব্রাশ একের অধিক জনে ব্যবহার বন্ধ করুন।
৪) শরীরের ওজন নিয়ন্ত্রন করুন।
৫) ভিটামিন ও খনিজ লবণে ভরপুর শাক সবজি ও ফলমূল বেশি করে খান।