আসসালামু আলাইকুম। কলিকাতা হারবাল এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান। কিডনি বা বৃৃৃৃৃক্ক আমাদের দেহের গুরুত্বপূর্ন অঙ্গ ৷ আর এই কিডনি রোগের কারনে পুরো বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃৃৃৃত্যুবরণ করছেন ৷ কিন্তু কিডনি সমস্যাখুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত এর লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে।
কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষণ:
১) প্রস্রাবে পরিবর্তন- কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি বা কম হয়। কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষন। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না।
২) প্রস্রাবের সময় ব্যথা- প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষন। প্রস্রাবের সময় জ্বালাপোড়া এবং ব্যথা অনুভূত হয়৷
৩) প্রস্রাবের সাথে রক্ত বেরিয়ে যাওয়া- প্রস্রাবের সাথে রক্ত বের গয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষণ ৷ এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৪) দেহে ফোলা ভাব- কিডনি শরীর থেকে বর্জ্য ও বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে ৷ কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষন। বিশেষ করে চোখের নিচ, মুখ কিংবা পা ফুলে যায়।
৫) মনোযোগ দিতে অসুবিধা হওয়া- লোহিত রক্তকণিকা কমে যাওয়াতে মস্তিস্কে অক্সিজেন পরিবহন কমে যায়। কিডনি রোগের কিছু প্রাথমিক লক্ষন। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়।