স্বাস্থ্য বিষয়

আসসালামু আলাইকুম। কলিকাতা হারবাল এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান।

পেটে ব্যথা যখন তখন এবং বিভিন্ন কারণেই হতে পারে। বেশিরভাগ সময়ে এই ব্যথা সহনীয় পর্যায়ে থাকলেও কখনো কখনো তা অসহ্যও হয়ে ওঠে। পেটে ব্যথার প্রতিকারের আগে এর কারণ জানা জরুরি। ব্যথার ধরন দেখে বুঝে নিন এই পেটে ব্যথার কারণ কী হতে পারে? আর এছাড়াও পেটে ব্যথা নানান কারণে নানান জায়গায় হয় থাকে।

  • পেটে কখনও চিনচিনে, কখনও জ্বালাপোড়ার মতো ব্যথা হয়। এর সঙ্গেই থাকে টক ঢেঁকুর, বমি ভাব। অনেক সময়ে খুব ঘাম হতে পারে।
  • পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যায় পেটে ব্যথা হয়। সে ক্ষেত্রে এই ব্যথা পেটের উপরে মাঝখান দিয়ে শুরু হয়।
  • অগ্ন্যাশয়ের প্রদাহের জন্য ব্যথা হলে তা হবে পেটের উপরে খানিক বাঁ দিক ঘেঁষে। এই ব্যথা খুবই তীব্র হয় আর পিছন দিকেও অনুভূত হতে পারে।
  • কিডনিতে পাথর বা কোনো সংক্রমণের কারণেও পেটে ব্যথা হয়। সেক্ষেত্রে ব্যথা হয় যে কিডনিতে ব্যথা হয়েছে সেই কিডনির দিকের পেটের উপরের অংশে আর পিছন দিকে।

আরো পড়ুন: মাথা ব্যথার দেয়া। 

এমনকি প‍্যানক্রিয়াসের ক‍্যানসার হলেও প্রাথমিক ভাবে পেটে ব‍্যথাই হয়। পেট খারাপ হলে অর্থাৎ পেটে ইনফেকশন হলে অনেক সময়ে পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয় ফলে পেটে ব‍্যথা আর বমি হতে পারে। এটাই বমি হ‌ওয়ার এবং তথাকথিত গ‍্যাস হ‌ওয়ার সব থেকে সাধারণ কারণ। এই প্রসঙ্গে আমরা যদি কোলনের ক‍্যানসারের নাম না করি তা হলে অন‍্যায় হবে। এই রোগেও পেট খারাপ এবং কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, সব‌ই হতে পারে। এমনকি ব্রেন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ অনেক সময় বমি বমি ভাব অথবা বমি। যত বলব ততই সব ঘুলিয়ে যাবে। 

মূল কথা হোলো পেট একটা প‍্যান্ডোরা’স বক্স বা রহস্যময় অঙ্গ সুতরাং কিছু অসুবিধা হলেই গ‍্যাস ভেবে বসবেন না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে থাকতে পারে। আমাদের বাঙালি-সমাজ গ‍্যাস ইত্যাদি ভেবে বহু বড়ো রোগকে জটিলতর করে ফেলেন।

ঠিকমতো অসুবিধা জানান – চিকিৎসককে সাহায্য করুন।

পার্শ্ব প্রতিক্রিয়াহীন, সফল এবং কলিকাতা হারবাল চিকিৎসা গ্রহণ করুন, যা আপনার সকল জটিল শারীরিক সমস্যা সমূহকে মূল থেকে নির্মূল করে আপনাকে পুরোপুরি সুস্থ করে তুলবে ইনশাল্লাহ।

Leave a comment