স্বাস্থ্য বিষয় হারবাল তথ্য

বর্তমানে যৌন সমস্যা একটি মারাত্মক সমস্যা। দিন দিন এই রোগীর হার বেড়ে যাচ্ছে। এই সমস্ত রুগীদের চিকিৎসা নিয়ে আছে বিভিন্ন জটিলতা। দেশের আনাচে কানাচে গড়ে উঠেছে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান। অনেকেই এসব রঙ-বেরঙ্গের প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে হচ্ছে প্রতারিত। আমার কাছে অনেক রুগীরা আসে। তাদের কথা শুনে মনে হচ্ছে অনেকেই এ রোগ নিয়ে মহাটেনশনে আছেন। অনেকেই এ সমস্যা নিয়ে বিচলিত। কোথায় গেলে ভাল চিকিৎসা পাবে তা কেউ বুঝতে পারছেন না।

আসলে যৌন সমস্যা কোন সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভিতর আনলে এ রোগ কোন রোগই নয়। তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে। আমরা নিজেরাই কিছু সমস্যা নিজেদের শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগি আর ভাবি হয়ত এ রোগের কোন চিকিৎসা নাই। কিন্তু এখনও যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আর সমস্যার কারনে ভাল ও অভিজ্ঞ হারবাল চিকিৎসকের শরণাপন্ন হই আল্লাহর রহমাতে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরী করতে পারব। আজকাল রাস্তাঘাটে চলাফেরা করলে দেখি বাহারি রঙের বাহারি সব চিকিৎসার পোস্টার বা সাইনবোর্ড।

বিশেষ করে যৌন সমস্যা নিয়ে। অনেক পোস্টার দেখা যায় যে তারা সাত দিন বা ১০ দিনের ভিতর সব ঠিক করে দিবে। চ্যালেঞ্জ, গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, এসব বলে জীবনের শেষ চিকিৎসা বিবিধ।

আসলে মুল কথা হল আমাদের দেশে বেশীর ভাগই পুরুষরা এ সমস্যাই ভুগছে। মেয়েদের ভিতর এ সমস্যা আছে তবে খুব কম। আমরা চিকিৎসা করার সময় দেখি মেয়েদের সংখ্যা অনেক কম। তবে বিশেষ কিছু কারনে সমস্যা হয়ে থাকে।

যৌন সমস্যার কারনঃ

বিভিন্ন কারনে যৌন স্বাস্থের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারন গুলো হলোঃ

১- মানসিক দুঃচিন্তা, মানসিক হতাশা, মানসিক ভীতি।

২- অতিরিক্ত হস্তমৈথুন

৩- সময়মত বিবাহ না করা।

৫- অতিরিক্ত ধূমপান করা।

৬- নেশার জিনিষ সেবন করা।

৭- স্বামী-স্ত্রী মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা।

৮- অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া।

৯- ডায়াবেটিস হবার কারনে।

১০- মোটা হবার কারনে।

১১- যারা পরিশ্রম কম করে,  অর্থাৎ অলস যারা।

১২- প্রেম করে বিয়ের আগেই অতিরিক্ত মেলামেশা করা।

১৩- পরিবারের উদাসীনতা।

১৪- ধর্মীয় অনুশাসন না মেনে চলা।

মূলত এই কারন গুলোর জন্যেই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তবে এ সমস্যাগুলো আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি। এ সমস্যা হতে মুক্তি পাবার আগে যে বিষয়গুলি মাথায় রাখতে হয় তা হল অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ ডাঃ কাছে যেতে হবে, যে মেডিসিন খাবেন তা অরিজিনাল হতে হবে, একজন ভাল ডাঃ আপনার সমস্ত কথা শুনে মেডিসিন লিখে দিল কিন্তু আপনি ওরিজিনাল মেডিসিন পেলেন না লাভ কিছুই হলনা। সেই জন্য সব দিক খেয়াল রেখে চিকিৎসা নিন ভালো থাকবেন। হারবাল চিকিৎসা কখনই অস্থায়ী নয়। এ চিকিৎসার পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী সমাধান অবশ্যই সম্ভব।

আরো পড়ুন – যৌন ক্ষমতা বাড়াতে যা যা খাবেন

চিকিৎসাঃ

সবশেষে একটি কথা না বললেই নয়, যে বাজারে প্রচলিত যেসব অনটাইম সেক্সুয়াল মেডিসিন পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর। জীবন সঙ্গীর সাথে শারীরিক সম্পর্ক বা যৌন মিলন এ দুইজন এরই আত্মতৃপ্তি আসাটা অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু সময় দেখা যায় একটি সাজানো গুছানো সংসার ভেঙ্গে যায় এই গুরুত্বপূর্ণ বিষয়টির জন্যে। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর ও কোন প্রকার সমাধান না পেয়ে শেষ পর্যায়ে দেখা যায় শারীরিক ও মানসিকভাবে অনেক ভয়ানক বিপর্যয়ও ঘটে অনেকের ক্ষেত্রে। কলিকাতা হারবাল দীর্ঘ ২১ বছর ধরে বাংলাদেশের জনগনকে দিয়ে আসছে এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সহজ ও কোন প্রকারের পার্শপ্রতিক্রিয়া মুক্ত সমাধান। সারাজীবনের জন্যে এই সমস্যার জাল  থেকে আপনি একনিমিষেই মুক্তি পেতে চাইলে কলিকাতা হারবালের চেয়ে শ্রেষ্ঠ যেকোন প্রকার পার্শপ্রতিক্রিয়ামুক্ত সমাধান আপনাকে বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠান দিতে পারবেনা। তাই বলা চলে জীবনকে সুন্দর করা এখন আপনার হাতে। হারবাল  চিকিৎসা নিন সুস্থ ও সজীব থাকুন।

4 thoughts on “যৌন সমস্যার স্থায়ী চিকিৎসা ও পরামর্শ – কলিকাতা হারবাল

  • Alamin Islam

    Alamin Islam

    Reply
  • এমদাদুল

    আচ্ছা আমার যৌন সমস্যা আমার যৌন দুর্বলতা এবং দূত বিজ্র পাত হয়ে যা কি করনীয় ভালো হতো অনেক লোক বলে কলিকাতা হারবাল ভালো না আমি বিশ্বাস করি না কিন্তু আমার যে সমস্যা এগুলো কি সমাধান হবে কি না জানাবেন প্লিজ

    Reply
  • মো:আদনান

    স্ত্রী সহবাসে সময় খুবই কম পাই,
    কারন👉অতিরিক্ত দুশ্চিন্ত এবং মানসিক চাপে ছিলাম ৬ মাস বা তার বেশি সময়,এবং ১৩-১৪ বছর বয়সে স্বপ্ন দোষ হত অনেক,

    Reply
  • Khondaker Manjurul Haque

    আমার পুরুষাঙ্গ নিস্তেজ! অন্য কোনো রোগ নাই! বয়স ৫৯ বছর! মানসিক অশান্তি ছিলো স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণে! এখন সম্পর্ক ভালো কিন্তু পুরুষাঙ্গ একেবারেই নিস্তেজ!! উন্থিত হয় না! করণীয় কী? একটু জানালে উপকৃত হব। এ সমস্যা প্রায় ২/৩ বছর ধরে!!

    Reply

Leave a comment