ফল/সবজি

আসসালামু আলাইকুম কলিকাতা হারবাল এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান।

আমাদের অতি পরিচিত আগাছা যাকে আমরা সকলেই পেপারোমিয়া নামে অবাঞ্ছিত উদ্ভিদ হিসেবেই জানি। pepper elder, silverbush, rat-ear, man-to-man, clear weed ইত্যাদি নামে বিভিন্ন দেশে পরিচিত এই আগাছা নিয়েই কথা বলব আজ।

 পে‌পারো‌মিয়া গাছের উপকারিতা:

১. আফ্রিকায় খিঁচুনি এবং টিউমারের জন্য ব্যবহৃত হয়।

২. বাংলাদেশে মানসিক উত্তেজনা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

৩. পাতার রস মূত্রনালির সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়.

৪. ব্রাজিলে ফোঁড়া বা পাচড়া এবং নেত্রবর্ত্মকলার প্রদাহ উপশমের জন্য ব্যবহৃত হয়।

৫. প্রদাহ নাশক, ত্বক স্নিগ্ধকারী ও বেদনানাশক, সংক্রামক বিরোধী, স্কিন ক্যানসার নিরাময়ক।

৬. মাথাব্যথা, বাতের ব্যথা ও পুরুষত্বহীনতা রোধে ব্যবহৃত এ গাছের কাচা সালাদ অত্যন্ত কার্যকর।

৭. ইনফিউশন এবং পাতার ক্বাথ এবং গেঁটেবাত এবং সাধারণ বাতের জন্য ব্যবহার করা হয় ডালপালা।

৮. মুখের বাইরের রূপ সমস্যার জন্য পেপেরোমিয়া গুল্মের রস দিয়ে মুখ নিয়মিত ধুলে করলে উপকার পাওয়া যায়।

৯. পেপারোমিয়া গুল্ম মুখে দিলে ব্রণ সমস্যা দূর হয়।

১০. এটি কাশি, জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, স্বরভঙ্গ, ডায়রিয়ার বিরুদ্ধে প্রয়োগ করা হয়। কিডনি সমস্যা এবং প্রস্টেট সমস্যা ও উচ্চ রক্তচাপ কমাতেও ব্যবহার করা হয়।

আরও পড়ুন – তুলসী পাতার উপকারিতা

আরও পড়ুন – গোলাপের উপকারিতা

Leave a comment