যৌন সমস্যা

আসসালামু আলাইকুম কলিকাতা হারবাল ওয়েবসাইট এর পক্ষ থেকে আমি ডাক্তার মোঃ মাহাবুবুর রহমান। সুস্থ থাকতে নারী-পুরুষ সবার শরীরের যত্ন নিতে হয়। পুরুষ বলে অসুস্থতা এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নিয়মিত কিছু পরীক্ষা–নিরীক্ষা আগাম করে রাখলে সুস্থ থাকা আরও সহজ হয়ে যায়।

পুরুষের স্বাস্থ্য সমস্যা হৃৎস্বাস্থ্য:-

রক্তে কোলেস্টেরলের মাত্রা দেখতে লিপিড প্রোফাইল এবং ইসিজির মতো প্রাথমিক পরীক্ষাগুলো করা যেতে পারে।

পুরুষের স্বাস্থ্য সমস্যা রক্তচাপ:-

পুরুষদের উচ্চ রক্তচাপে ভোগার প্রবণতা বেশি। এ জন্য চিকিৎসকের কাছ থেকে নিয়মিত রক্তচাপ পরিমাপ করে নিতে হবে।

পুরুষের স্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস:-

ডায়াবেটিস যেকোনো সময়ে, যেকোনো বয়সে হতে পারে। ডায়াবেটিস নির্ণয়ে র‌্যানডম ব্লাড সুগার, ওজিটিটি, এইচবিএ১সি করে নিন।

পুরুষের স্বাস্থ্য সমস্যা কিডনি ও মূত্রতন্ত্র:-

কিডনি কিংবা মূত্রতন্ত্রে পাথর আছে ধারণা করলে সাধারণত আলট্রাসনোগ্রাফি অব কেইউবি এবং প্লেইন এক্স-রে অব কেইউবি করা হয়। এই পরীক্ষাগুলো ৪০ বছর পার হওয়া সব পুরুষের প্রতিবছরই করা উচিত।

Leave a comment